Terms & Conditions

Ø  আপনি Fatema Mart থেকে কোনো পণ্য কিনতে হলে প্রথমেই আপনাকে Fatema Mart এ রেজিস্ট্রেশন করা আছে এমন একজনের রেফারেল লিংক যে কোন সোশ্যাল মিডিয়া (WhatsApp / Imo / Vibar / Messenger) ইত্যাদির মাধ্যমে রেফারেল লিংক সংগ্রহ করতে হবে এবং সেই রেফারেল লিংক এর মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে

Ø আপনি কাডোবিডিতে রেজিস্ট্রেশন করার পর একাউন্টটিকে অথরাইজ করতে হবে আর এই জন্য আপনাকে কাডোবিডিতে যে প্যাকেজ আছে সেখান থেকে মোট 2000/= টাকা মুল্যের প্যাকেজ ক্রয় করতে হবে। আর আপনি যদি তা না করে আপনি কাউকে রেফার করেন তাহলে সেই রেফার থেকে যে কমিশন আসবে তা আপনার একাউন্টে জমা হবে না। এই ক্ষেত্রে Fatema Mart কর্তৃপক্ষ কোন প্রকার দায় নিবে না।

Ø প্রতি মাসে কাডোবিডি থেকে কমপক্ষ্যে 2000/= টাকার কেনাকাটা করতে হবে আর তা না হলে আপনি যে, কমিশন প্রাপ্ত হবেন তা আপনি উইথড্র দিতে পারবেন না এই ক্ষেত্রে Fatema Mart কর্তৃপক্ষ কোন প্রকার দায় নিবে না।

Ø প্যাকেজ ক্রয় করার পর আপনার কাজ হলো আপনি আপনার আত্মীয়, বন্ধু বান্ধব, সহকর্মী থেকে কমপক্ষে ১০ জনকে বা তার অধিক Fatema Mart এ রেজিস্ট্রেশন করানো।

Ø আপনি এবং আপনি যাদেরকে রেফার করিয়েছেন তাদেরক প্রত্যেককেই Fatema Mart থেকে প্রতি মাসে কমপক্ষে ২০০০ টাকার কেনাকাটা করতে উদভুদ্ধ করতে হবে।

Ø পণ্যের ক্যাটাগরির উপর ভিত্তি করে ১০% থেকে ১৫% প্রফিট ধরা হবে।

Ø সকল পণ্যের উপর যে প্রফিট হবে তার ২৮% ৪ স্তরের কাস্টমারদেরকে ভাগ করে দেয়া হবে। ৪ স্তরে ভাগ এর পরিমান হবে প্রথম লেভেল এ ১০%, দ্বিতীয়  লেভেল এ ৮%, তৃতীয়  লেভেল এ ৬% এবং চতুর্থ লেভেল এ ৪% হারে দেওয়া হবে ।

Ø Fatema Mart এর Management প্রফিটের হার যে কোন সময় কমাতে বা বাড়াতে পারবে তবে আশা করি আপনারা যদি ঠিকঠাক মতো কাজ করেন তাহলে বাড়বে বরং কমবে না।

Ø  Fatema Mart এর Management যখন তখন যে কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে।

Ø পন্য ক্রয় করার ক্ষেত্রে চেকআউট পেইজ এ যে ব্যাংক একাউন্ট নম্বর দেওয়া আছে তার মাধ্যমে অগ্রিম পেমেন্ট করতে হবে।

Ø আপনি চাইলে টাকা বিকাশ অথবা রকেটের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন তবে সেই ক্ষেত্রে ১.৮%  হারে অতিরিক্ত চার্জ দিতে হবে।

Ø আপনি চাইলে ক্যাশ অন ডেলিবারির মাধ্যমেও প্রোডাক্ট নিতে পারবেন তবে সেই ক্ষেত্রে প্রথম হাজারে ২০ টাকা এবং পরের প্রতি হাজারে আপনাকে ১০ টাকা করে অতিরিক্ত চার্জ দিতে হবে। তবে এই ক্ষেত্রে আপনাকে ডেলিভারি চার্জবাবাদ ১৫০ টাকা ব্যাংক একাউন্ট অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অগ্রিম পেমেন্ট করতে হবে যা কিনা অফেরৎ যোগ্য অর্থাৎ আপনি যদি কোন কারনে মাল রিসিভ না করেন তাহলে সেই টাকা ফেরৎ পাবেন না।

Ø সদস্যদের কমিশন এর টাকা পরবর্তী মাসের ৮ কর্ম দিবসের মধ্যে পেমেন্ট করা হবে ইনশাআল্লাহ। তবে সরকারী যে কোন ছুটির দিন কর্ম দিবস হিসেবে গন্য হবে না।